বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সোনাতলা সবুজ ছায়া প্রি-কেজি স্কুলে কেক কর্তন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, জাহাঙ্গীর আলম গুড ম্যর্ণিং কেজি স্কুলের পরিচালক রেজাউল করিম মানিক, সোনাতলা প্রেসক্লাব ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল ও সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মেঘলা আক্তার পপি।
Check Also
কর্মবীর আব্দুল মান্নানঃ তুখোড় ছাত্রনেতা থেকে জনপ্রিয় জাতীয় নেতা – – ইকবাল কবির লেমন
নিজের মেধা-মনন আর সাহসীকতায় বিশ্বলোকের কেউ কেউ হয়ে ওঠেন স্বত্বায়-চেতনায় স্বকীয়। নাম উচ্চারণ করলেই তাদের …