মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও কলেজ শিক্ষক ইদ্রিস আলী (৫৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলার পেরীরহাট এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গাবতলি উপজেলার তরনীহাট ডিগ্রী কলেজের প্রভাষক ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ইদ্রিস আলী তার এক সঙ্গীকে নিয়ে মোটর সাইকেলে কলেজ থেকে ফিরছিলেন। পথে পেরীরহাট এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর ইদ্রিস আলী মারা যান। জামায়াত নেতা ইদ্রিস আলী দলমত নির্বিশেষে এলাকার সাধারন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর বলিষ্ট নেতৃত্বে শাজাহানপুর জামায়াতের দূর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়। জামায়াত নেতা ইদ্রিস আলীর মৃত্যুতে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। অপরদিকে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার ঘুঘুমারী এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি ভ্যান রাস্তা পারাপাররত এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …