ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ হরিজন সম্প্রদায় ও হিজড়াদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল স্থাপনের লক্ষে তাদের বাড়িতে গিয়ে স্থান নির্বাচন করলেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। বৃহস্পতিবার সকালে সোনাতলা পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন হরিজন পাড়ায় এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন রেল লাইনের পশ্চিম পার্শ্বে হিজড়াদের বাড়িতে গিয়ে তিনি এ স্থান নির্বাচন করেন। নির্বাচিত স্থানে পাঁচটি স্বাস্থ্যসম্মত পায়খানা ও পাঁচটি টিউবওয়েল স্থাপন করা হবে। এছাড়াও সুন্দরভাবে টিউবওয়েল ও পায়খানা স্থাপনে টিউবওয়েল ও পায়খানার পাশ দিয়ে গাইড ওয়াল করে দেবে সোনাতলা পৌরসভা। এ সময় তাঁর সাথে ছিলেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন ও টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম।
প্রচ্ছদ / বগুড়ার খবর / হরিজনদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল স্থাপনের স্থান পরিদর্শন করলেন ইউএনও শফিকুর আলম
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …