জয়নুল আবেদীন, সাঘাটা প্রতিনিধি : সাঘাটা উপজেলা হাসপাতালে গতকাল রোববার ভর্তি করে না নেয়ায় চিকিৎসার অভাবে রতনা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রতনা সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের থৈকরের পাড়া গ্রামের ওয়াহেদুলের কন্যা। এঘটনায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিশু কন্যা রতনার বাবা ওয়াহেদুল জানান, তিন দিন আগে থেকে রতনার বমি শুরু হয়েছিল । পল্লী চিকিৎসকের নিয়ে গেলে চিকিৎসক স্যালাইন ও ঔষধ দিয়েছেন। এতে বমি কমেনি আরো বেশী হয়েছিল। রোববার সকালে সাঘাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক ভর্তি করতে অস্বীকৃতি জানান। কিন্তু রতনার বাবা ভর্তি করানোর জন্য আকুতি মিনুতি করেও কোন ফল না পেয়ে পিতা ওয়াহেদুল অজ্ঞান হয়ে পড়ে। এতেও কোন কাজ হয়নি অবশেষে বাড়ীতে ফেরৎ গেলে রতনা মৃত্যু হয়। ওয়াহেদুল ক্ষোভের সাথে বলেন, আমরা গরীব মানুষ এ জন্য আমার সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হলো না, চিকিৎসার অভাবে মারা গেলো। গরীব মানুষের কোনো বিচার নেই। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামানের সাথে কথা হলে তিনি জানা সকাল ৮ সময় রোগীটিকে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর বা রোগীর পরিবারের লোকজনের মধ্যে করোনা ভাইরাসের তেমন লক্ষণ পাওয়া যায়নি। এ কারণে ভর্তি না করে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ীতে রাখার জন্য ফেরৎ দেয়া হয়েছে।
Check Also
সাঘাটায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা-মেয়ে আহত
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা জাহিদুল ইসলাম (৫৫) ও …