আবু বক্কর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের রেলগেইট চত্বরে দাঁড়িয়ে হ্যান্ড মাইক দিয়ে সান্তাহার টাউন ফাঁড়ির কর্মকর্তা সহকারী টাউন-উপ পরিদর্শক কবির উদ্দিন তাঁর সঙ্গীয় ফোর্সসহ জনগনকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করেন। আতঙ্ক নয়, সচেতন হোন করোনা ভাইরাস প্রতিরোধ করুণ, সামাজিক ও নিরাপদ দুরত্ব বজায় রাখুন, সাবান দিয়ে বেশি বেশি করে হাত পরিষ্কার করুণ, মুখে মাস্ক ব্যবহার করুণ, বাহিরে অযথা ঘোরাফেরা বন্ধ করুণ, আপনি নিজে সচেতন হোন, অপরকে সচেতন হতে উৎসাহিত করুণ, প্রশাসনকে তাদের কাজে সহায়তা করুণ, জনসচেতনতামূলক এমন কথাগুলো তিনি সাবলিলভাবে জনগণের মাঝে উপস্থাপন করেন। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ বাহিনীর এমন কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক ও মানিক চন্দ্র পুলিশ সদস্য তাঁর সাথে ছিলেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / হ্যান্ড মাইক নিয়ে করোনা বিষয়ে মানুষকে সচেতন করলো সান্তাহার টাউন ফাঁড়ির কর্মকর্তা সহকারী টাউন-উপ পরিদর্শক
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …