বাঙালি বার্তা ডেস্কঃ ১২০ পিছ ইয়াবাসহ সোনাতলায় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- পৌর এলাকার ইউনুছ মোল্লার ছেলে লায়ন মোল্লা ও তরিকুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম রিজু। গত ২৮ মার্চ সন্ধ্যায় সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজুর রহমান এএসআই সিদ্দিক ও এএসআই রোমেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীদের বাড়ি থেকে ১২০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ২৯ মার্চ দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১২০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি স্বীকার করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …