ইকবাল কবির লেমন: ১৩ মার্চ সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ৮ বছর পর এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শনিবার সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল এমপি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখবেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু।
২০১২ সালের ১২ ডিসেম্বর সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপাধ্যক্ষ্য রবিউল আউয়াল বিপ্লব জানিয়েছেন, ‘এবারের সম্মেলনে সভাপতি পদে বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সুপ্রীম কোর্টের আইনজীবী ও সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আছালত জামান সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন এবং সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ড.এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
দীর্ঘদিন পর সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎফুল্লতা পরিলক্ষিত হচ্ছে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / ১৩ মার্চ সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনঃ সকল প্রস্তুতি সম্পন্ন
Check Also
সোনাতলা উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দিলো মানবিক বাংলাদেশ সোসাইটি
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখা কর্তৃক উপজেলা আওয়ামী …