ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করলো বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ আমিন জারিফ অপূর্ব। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে ঐতিহাসিক স্বীকৃতি লাভ করায় এবং এ অসামান্য অর্জনকে যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে এ সাফল্য অর্জন করে। জোনায়েদ আমিন জারিফ অপূর্ব উপজেলার বালুয়া ইউনিয়নের ব্যবসায়ী মোঃ রুহুল আমিনের পুত্র এবং বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। পুরস্কার গ্রহণের সময় তার সাথে উপস্থিত ছিলেন বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আকতার।
এদিকে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হওয়ায় জোনায়েদ আমিন জারিফ অপূর্বকে অভিনন্দন জানিয়েছেন, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, বাঙালি বার্তা ডটকম সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা থিয়েটার সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল, ভোর হলোর সভাপতি শাহাদৎজামান শাহীন, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল ও পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল।
প্রচ্ছদ / বগুড়ার খবর / ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হলো সোনাতলার ক্ষুদে শিক্ষার্থী অপূর্ব
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …