ইকবাল কবির লেমন: সোনাতলা থানা পুলিশ ৮০ বোতল ফেন্সিডিলসহ পৌর এলাকার বোচারপুকুর থেকে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে । শুক্রবার সকালে তাদের গেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ওসমান গণির ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী রুকছানা বেগম (৩৩)।
সোনাতলা থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএমবার এর দিক নির্দেশনায় ও শিবগঞ্জ-সোনাতলা সর্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান সিদ্দিকীর সহযোগিতায় সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে এসআই ইয়ামিন আলী, এএসআই শিহাব উদ্দিন, তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সোনাতলা থানার এসআই ইয়ামিন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Check Also
সোনাতলা উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দিলো মানবিক বাংলাদেশ সোসাইটি
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখা কর্তৃক উপজেলা আওয়ামী …