সর্বশেষ সংবাদঃ

সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক অনুদান প্রদান, যুব ঋণের চেক বিতরণ, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দোয়া মাহফিল, স্মরণ পদযাত্রা, বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সরকারি নাজির আখতার কলেজ, সোনাতলা থিয়েটার, দুর্জয় সাহিত্য গোষ্ঠী, সামাজিক সংগঠন আলোর প্রদীপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পপি খাতুন, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল। অনুষ্ঠানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৩ জনকে সমাজসেবা অধিদপ্তর থেকে সাড়ে ১১ লাখ টাকা এককালীন আর্থিক অনুদান এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৬ জনকে ২ লাখ ৯০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

Check Also

সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *